· ১০০% মাসিক বিলিং।
· স্বল্প সময়ে নিখুঁতভাবে বিল প্রস্তত।
· স্বল্প সময়ে রাজস্ব আদায়।
· স্বল্প সময়ে গ্রাহক লেজার আপডেট।
· নিখুঁত ভাবে সিস্টেম লস নির্ণয়।
· নিখুঁত ভাবে সি আই রেশিও নির্ণয়।
· স্বল্প সময়ে আঞ্চলিক ব্যাংক থেকে সেন্ট্রাল ব্যাংক এ বিউবোর হিসাবে রাজস্ব আদায় স্নানান্তর।
· স্বল্প সময়ে নির্ভুল বকেয়ার তালিকা প্রস্তুত করা।
· DCSগুলি বিল পরিশোধের তারিখ হইতে ০২(দুই)টি কার্য দিবসের মধ্যে সঠিকভাবে কম্পিউটার কেন্দ্রে পৌঁছাইতে হইবে।
· মিটার রিডিং শিট (MRS) এবং সংশ্লিষ্ট বিল গ্রুপের সকল প্রকার সংশোধনী একত্রে কম্পিউটার কেন্দ্রে পৌছাইতে হইবে।
· কোন Bill Groupএর Bill Despatchকরা হইলে সংশ্লিষ্ট Bill Cycleএ ঐ Bill Group-এর কোন বিল সংশোধন করা সম্ভব নয়।
· Amendment Date(MeteExchange/Disconnection/Reconnection/Meter Service Dateইত্যাদি) সমূহ সংশ্লিষ্ট বিলিং সাইকেল এবং বিল গ্রুপের মিটারসমূহের Opening রিডিং Date-এর পরবর্তী Dateহইতে Closingরিডিং Date-এর পূর্বে হইতে হইবে।
· কোন দপ্তরের সকল বিল গ্রুপের বিল প্রস্ত্ততি শেষ হওয়ার ৩(তিন)টি কার্য দিবস পর সংশ্লিষ্ট দপ্তরের Import Unitপ্রাপ্তি সাপেক্ষে MOD Reportপ্রস্ত্তত হইবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস